আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। তবে এ ম্যাচে থাকছেন না দলের নির্ভরযোগ্য গোলরক্ষক এমিলিয়ানো ‘এমি’ মার্টিনেজ। আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কোচ লিওনেল স্ক্যালোনির সিদ্ধান্তে মার্টিনেজকে এবারের স্কোয়াড থেকে বিশ্রাম দেওয়া হয়েছে।
যদিও এখন পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে টিওয়াইসি স্পোর্টস নিশ্চিত করেছে, স্ক্যালোনি নিজেই মার্টিনেজকে জানিয়ে দিয়েছেন যে তিনি নভেম্বরে নির্ধারিত ফিফা উইন্ডোর ম্যাচে থাকছেন না।
স্ক্যালোনির লক্ষ্য, তরুণ গোলরক্ষকদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া। তাই অভিজ্ঞ মার্টিনেজকে বিশ্রাম দিয়ে নতুন মুখদের পরীক্ষা করে দেখতে চান তিনি।
তবে এটি নিশ্চিত যে, ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে আর্জেন্টিনার প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবেই থাকবেন এমি মার্টিনেজ।
এদিকে, অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে কাকে দেখা যাবে পোস্টের নিচে তা এখনো স্পষ্ট নয়। সম্ভাব্য তালিকায় রয়েছেন ক্রিস্টাল প্যালেসের ওয়াল্টার বেনিটেজ, অলিম্পিক ডি মার্সেইর জেরোনিমো রুল্লি এবং রেসিং ক্লাবের ফ্যাকুন্ডো ক্যাম্বেসেস।
বিডি প্রতিদিন/মুসা