সারা দেশে বয়সের তুলনায় কম ওজনের শিশুর মধ্যে বরিশাল বিভাগে শতকরা তিন ভাগ বেশি। বরিশাল নগরীতে এ সংখ্যা এক ভাগ কম। মঙ্গলবার বরিশাল নগরীর বিডিএস মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশনের এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়েছে। ওই সভায় জানানো হয়, সারা দেশে বয়সের তুলনায় কম ওজনের শিশুর সংখ্যা শতকরা ২২ ভাগ। সেখানে বরিশাল বিভাগে এ সংখ্যা ২৫.৭ ভাগ। বরিশাল নগরীতে বয়সের তুলনায় কম ওজনের শিশুর সংখ্যা শতকরা ২১ ভাগ। এ ছাড়া সারা দেশে বয়সের তুলনায় কম উচ্চতার শিশু রয়েছে শতকরা ২৪ ভাগ। বরিশাল বিভাগে এ সংখ্যা ২৪.০৯ ভাগ। বরিশাল নগরীতে ২৬.৭১ ভাগ। উচ্চতার চেয়ে ওজন কম শিশুর সংখ্যা সারা দেশে ১১ ভাগ। বরিশাল বিভাগে ১৪.১ ভাগ। বরিশাল নগরীতে ১৩.৯ ভাগ। যার কারণে ওয়ার্ল্ড ভিশন বরিশাল নগরীতে ফাইভ জিরো প্লাস ক্যাম্পেইন করার উদ্যোগ নিয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে পাঁচ বছর বয়সি অপুষ্ট শিশুদের শনাক্ত করে তাদের পুষ্টিমান উন্নয়নে ভূমিকা রাখে।
মতবিনিময় সভা থেকে জানানো হয়, আগামী ২০২৬ থেকে ২০২৯ অর্থবছর পর্যন্ত শিশু কল্যাণের পাঁচটি বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। যার মধ্যে কোনো শিশু অভুক্ত থাকবে না, শিশুর অপুষ্টিরোধ, বাল্যবিয়ে প্রতিরোধ, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুর হার শূন্য নামিয়ে আনা, শিশু শ্রম বন্ধ করা এবং প্লাস্টিক বর্জন ও সুস্থ বর্জ্য ব্যবস্থাপনার সবুজ নগরায়ণ বরিশাল তৈরি করা। মতবিনিময় সভায় ওয়ার্ল্ড ভিশনের বরিশাল এরিয়ার সিনিয়র ম্যানেজার আশীষ কুমার, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বর্তমান সহসভাপতি হুমায়ুন কবির ও জাকির হেসেন প্রমুখ উপস্থিত ছিলেন।