১৫ ঘণ্টা বন্ধ থাকার পর সেনাবাহিনীর হস্তক্ষেপে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটে যানবাহন চলাচল শুরু হয়েছে। এতে বৃহস্পতিবার রাত ২টা থেকে গতকাল বিকাল ৫টা পর্যন্ত ডিএমখালি মোড় থেকে বালার বাজার ব্রিজের আগ পর্যন্ত ২ শতাধিক যানবাহন আটকা পড়ে। এর ফলে চরম ভোগান্তিতে পড়ে এ রুটে চলাচল করা পণ্যবাহী গাড়ি ও যাত্রীবাহী গাড়ির মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে ছাত্রদল ও যুবদল নেতাদের দুই গ্রুপের দ্বন্দ্বে চাঁদপুর-শরীয়তপুর মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার রাত ২টা থেকে এ রুটে পণ্য ও যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকে। এ সময় গাড়িচালকদের মারধর ও গাড়ি ভাঙচুর করেন বর্তমান ইজারাদার জিসান বালার লোকজন। এতে ২ শতাধিক গাড়ি আটকা পড়ে প্রায় ৩ কিলোমিটার রাস্তায় যানজট সৃষ্টি হয়। অন্যদিকে ঘাট দখল করে রেখেছেন সাবেক ইজারাদার জেলা যুবদল নেতা মোমিন দিদার। নরসিংহপুর ফেরিঘাট থেকে গাড়ি চলাচল বন্ধ থাকলেও চাঁদপুর হরিনিঘাট থেকে ফেরি চলাচল স্বাভাবিক থাকে। বিআইডব্লিউটিএর চাঁদপুর পোর্ট অফিসার বসির খান টিটু জানান, ‘চলতি মাসের ১ তারিখে বিআইডব্লিউটিএ কর্তৃক একটি টেন্ডার আহ্বান করা হলে সাবেক ইজারাদার মোমিন দিদার ১ কোটি ৮৫ লাখ টাকার টেন্ডার ড্রপ করেন। অন্যদিকে বর্তমান ইজারাদার জিসান বালা ২ কোটির বেশি টাকার টেন্ডার ড্রপ করেন। এ অবস্থায় সরকারি রাজস্ব বৃদ্ধির বিবেচনায় জিসান বালাকে টেন্ডার প্রাপ্তির জন্য বিবেচনা করা হয়। কিন্তু সাবেক ইজারাদার মোমিন দিদার এ ব্যাপারে হাই কোর্টে মামলা করেন। মোমিন দিদার সে মামলায় হাই কোর্ট থেকে ফেরিঘাটের ইজারা স্থগিত করে রায় আনেন বলে আমাদের জানান। তবে বিআইডব্লিউটিএ অফিসিয়ালভাবে এখনো হাই কোর্টের রায়ের বা আদেশের কাগজ পায়নি। আইন অনুসারে অফিসিয়ালভাবে কাগজ না পেলে ইজারা স্থগিত করা সম্ভব না।’ তাই তিনি সেনাবাহিনীসহ ইউএনওর সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করার পর গতকাল বিকালে গাড়ি চলাচল শুরু হয়।