বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী) বলেছেন, সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে সম্ভাবনা থাকার পরও বাংলাদেশ ভালো করতে পারছে না। তাই এ খাতের বিশ্ববাজার ধরতে বাড়তি নজর দেওয়া হচ্ছে। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আশিক চৌধুরী বলেন, ‘এ খাতের বিকাশে যে ধরনের সহায়তা দরকার সরকার সেটা করবে। যেটার ঘাটতি রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। এজন্য স্বল্প ও মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে।’ ব্যবসায়ী, সরকার, অ্যাকাডেমিয়া নিয়ে কাজ করা হচ্ছে জানিয়ে আশিক চৌধুরী বলেন, ‘যারা এ খাতে কাজ করছে তাদের স্কিল বাড়াতে কাজ করবে সরকার। যেখানে ফান্ডিং ঘাটতি থাকবে, সেখানে সহায়তা করবে। অন্যদিকে গ্লোবাল কানেকটিভিটি বাড়ানো হবে। প্রয়োজনে দেশের বাইরে কাজ করা লোকদের হায়ার করা হবে।’
আগামী পাঁচ বছরে দেশের সেমি কন্ডাক্টর খাতে কয়েক শ মিলিয়ন থেকে বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ হতে পারে। এর জন্য বিনিয়োগ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে বলেও যোগ করেন বিডা চেয়ারম্যান।