গত ছয় দিনে চট্টগ্রামে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ গত শনিবার এক দিনে দুজনের মৃত্যু হয়। নিহত চারজনের মধ্যে দুজন বয়োবৃদ্ধ, একজন কিডনি ও একজন ফুসফুস ক্যানসারে আক্রান্ত ছিলেন।
জানা যায়, বর্তমান মৌসুমে চট্টগ্রামে প্রথম করোনা শনাক্ত হয় গত ৬ জুন। এরপর প্রথম মৃত্যু হয় গত ১৬ জুন, দ্বিতীয় মৃত্যু হয় গত শুক্রবার এবং গত শনিবার এক দিনেই দুজনের মৃত্যু হয়। গত ১৬ জুন মারা যাওয়া মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকার বাসিন্দা ৭৫ বছর বয়সী শফিউল ইসলাম কিডনি জটিলতায় ভুগছিলেন এবং ডায়ালাইসিসও করছিলেন। গত শুক্রবার মারা যাওয়া নগরের বাকলিয়ার বাসিন্দা ফজিলাতুন্নেছা (৭১) করোনা পজিটিভ এবং তিনি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন। সর্বশেষ গত শনিবার মারা যাওয়া পটিয়া উপজেলার বাসিন্দা মো. ইরশাদ (১৪) করোনা শনাক্ত হলেও আগে থেকে কিডনি রোগে আক্রান্ত ছিল।
একই সঙ্গে কর্ণফুলী উপজেলার বাসিন্দা ইয়াসমিন (৪৫) ফুসফুসে সংক্রমণ জটিলতায় ভুগছিলেন, যক্ষ্মাও ধরা পড়েছিল তার। এদিকে, সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রামে গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়। ইতোমধ্যে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭৪ জন। এর মধ্যে নগরে বেশি শনাক্ত হয়। আর মৃত্যু বেশি উপজেলায়।
চট্টগ্রামে বর্তমানে সরকারি বেসরকারি মোট ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে।