জাতীয় পার্টির (রওশনপন্থি) মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেছেন, ১০ মাস ধরে দেশে চলমান অস্থিরতা, অরাজকতা, মানুষের জানমালের নিরাপত্তাহীনতা এবং সব ক্ষেত্রে বিশৃঙ্খলার অবসান ঘটাতে গর্বিত সশস্ত্র বাহিনী সাম্প্রতিক সময়ে সক্রিয় দায়িত্ব পালন শুরু করায় জনজীবনে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। গতকাল দেশের সার্বিক পরিস্থিতির আলোকে এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘২০২৪-এর অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশবাসীর মনে এক নতুন আশার সঞ্চার হয়েছিল। জনগণ ভেবেছিল দেশে স্বচ্ছ গণতন্ত্র ফিরে আসবে, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে, মানুষ নিরাপত্তা ফিরে পাবে, অর্থনীতিতে গতিশীলতা আসবে এবং স্বল্পসময়ের ব্যবধানে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু গোটা জাতির দুর্ভাগ্য যে আমরা আমাদের প্রত্যাশার কিছুই পেলাম না। আমরা দেখতে পেলাম দেশজুড়ে যেন লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে। দুর্নীতি, মামলা বাণিজ্য, বেপরোয়া চাঁদাবাজি, যত্রতত্র হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, মব জাস্টিসে জনগণ দিশাহারা হয়ে উঠেছিল।’ বিবৃতিতে কাজী মামুন বলেন, ‘দেশের এমন বিরূপ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জনগণের শেষ আশ্রয়স্থল আমাদের গর্বিত সশস্ত্র বাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন শুরু করে। ফলে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। ইতোমধ্যে সন্ত্রাসীরা গা-ঢাকা দিয়েছে। মব জাস্টিস-চাঁদাবাজি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। লুটপাটের ঘটনা এখন আর তেমন শোনা যাচ্ছে না। সর্বত্র সেনাবাহিনীর অ্যাকশনকে জনগণ স্বাগত জানাচ্ছে।’ দেশের সার্বিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সশস্ত্র বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বিবৃতিতে কাজী মামুন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘তিনি ধৈর্যের সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন দেশরক্ষায় অবতীর্ণ হয়েছেন। তাঁর এ ভূমিকাকে আমরা স্বাগত জানাই। সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক ভূমিকায় মুগ্ধ হয়ে জনগণ এখন তাদের কার্যক্রম আরও গতিশীল হওয়ার প্রত্যাশা করে। আমরা আশা করছি, আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সশস্ত্র বাহিনীর কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে।’
শিরোনাম
- ‘ওয়ার টু’ মুক্তির দুই দিনে পার করেছে ১০০ কোটির মাইলফলক
- রবিবার যেখানে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’
- মোরেলগঞ্জে ১৮ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
- ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান
- বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
- কুমিল্লায় প্রাইভেটকারের ধাক্কায় মা-শিশু নিহত, আহত ৩
- কাল যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
- গ্রেফতার লামা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার পুত্র
- হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার
- গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
- ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে আশপাশের বাসিন্দারা
- শেবাচিম হাসপাতালে সচল হলো ৯৫টি অচল যন্ত্র
- আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মামুনুল হক
- বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা আফগানিস্তানের
- ‘আওয়ামী লীগের রাজনীতির চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা’
- সামনে নির্বাচনে আপনারা শাঁখা-সিঁদুর পরে ভোট দিতে যাবেন: স্বরাষ্ট্র সচিব
- সব সম্প্রদায়ের মানুষ আমাদের অগ্রযাত্রাকে শক্তি যোগাবে: উপদেষ্টা
সশস্ত্র বাহিনীর সক্রিয় দায়িত্ব পালনে জনজীবনে স্বস্তি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর