সিলেটের গোলাপগঞ্জে ছুরিকাঘাতে ফাহিম আহমদ নামের এক যুবককে হত্যার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া থেকে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারোকোট গ্রামের মো. জিলাল উদ্দিনের স্ত্রী কুলসুমা বেগম, তার ছেলে এবং প্রধান অভিযুক্ত সাঈদ আহমদ (২৩) ও মাহিদ আহমদ (১৯)। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া গোলাপগঞ্জ থানার এসআই আবু সাঈদ।
প্রসঙ্গত, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে গত ৩০ এপ্রিল মধ্যরাতে পশ্চিম বারোকোট গ্রামের মাওলানা আবদুল আলিমের ছেলে ফাহিম আহমদ ছুরিকাহত হন। সাঈদ আহমদ ও পরিবারের লোকজন তাকে ছুরিকাঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন সকালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা আবদুল আলিম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।