রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএ) আবদুল ওয়াহেদ খান টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন নওগাঁর বদলগাছীতে স্থানীয় এক বিএনপি নেতার বাড়িতে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে ওই বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বদলগাছী উপজেলার চাকরাইল চৌধুরীপাড়া গ্রামে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাগর চৌধুরীর বাসায় পাওয়া গেছে টিটুকে। সাগর চৌধুরীকেও নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার আবদুল ওয়াহেদ খান টিটু রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাড়ি রাজশাহী নগরীর রানীবাজার চিনিপট্টি এলাকায়।
বাবার নাম আবদুল ওয়াদুদ খান। টিটু রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেকশন অফিসার হলেও দীর্ঘ পাঁচ বছর ছুটি ছাড়াই মেয়র লিটনের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন এবং এ সময় দুই প্রতিষ্ঠান থেকেই বেতন গ্রহণ করেছেন। টিটুর বিরুদ্ধে অনৈতিকভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আছে।