পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদনে রবি আজিয়াটা, ফ্লোসোলার সল্যুশনস ও গ্রিনপাওয়ার এশিয়া একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই করেছে। এর আওতায় একটি ১০০ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনার জন্য একটি স্পেশাল পারপাস ভেহিকেল গঠন করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে সম্ভাব্য কয়েকটি স্থান সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়েছে। গতকাল রবির করপোরেট অফিসে এই সমঝোতা স্মারক সই হয়।
এই সমঝোতার মাধ্যমে রবি একটি করপোরেট পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টের মাধ্যমে তাদের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ কিনবে।
অনুষ্ঠানে বলা হয়, এটি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে একটি নবযাত্রার সূচনা। উদ্যোগটি নেওয়া হচ্ছে সরকারের প্রস্তাবিত মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট পলিসির কারণে। খসড়া এই নীতিমালা অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন ও গ্রাহকের কাছে সহজেই বিদ্যুৎ বিক্রির সুযোগ পাবে। এই প্রকল্পটি বছরে প্রায় ৬৮ হাজার ২০০ টন কার্বন নিঃসরণ কমাবে বলে আশা করা হচ্ছে।