নিউইয়র্কস্থ বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহ নেওয়াজ। এর আগে এই পদে ছিলেন এম আজিজ। তিনি ১৬ বছর ধরে সোসাইটির নেতৃত্ব দিয়েছেন। সোসাইটির ১৯ সদস্যের কার্যকরী কমিটির সভায় ১৩ সদস্যের বোর্ড অব ট্রাস্টি নির্বাচিত করা হয় দুই সপ্তাহ আগে। ১৩ সদস্যের ভোটে চেয়ারম্যান হন শাহ নেওয়াজ। আগামী ১ জুন থেকে এই ট্রাস্টি বোর্ড তাঁদের দায়িত্ব গ্রহণ করবে এবং ২০২৭ সালের ৩১ মে তাঁদের দায়িত্বকাল শেষ হবে।
উল্লেখ্য, এম আজিজ এবং শাহ নেওয়াজ দুজনই কমিউনিটিতে পরিচিত ব্যবসায়ী। নারায়ণগঞ্জের সন্তান এম আজিজ ২০০৯-১০ এবং ২০১১-১২ মেয়াদের কার্যকরী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর বোর্ড অব ট্রাস্টিতে অধিষ্ঠিত হন ২০১৫ সালে।