হাতিরঝিলের বাউন্ডারি ওয়ালের সঙ্গে ফুটপাত ও ওয়াকওয়ে দখল করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন কাজের জন্য স্তূপ করে রাখা বালু ও বালুভর্তি বস্তা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। গতকাল হাতিরঝিল এলাকা পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন তিনি। এর আগেও ডিএনসিসির প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এগুলো অপসারণের জন্য অবহিত করেন।
পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান হাতিরঝিল এলাকার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনা অপসারণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিচ্ছন্নতা কর্মীদের নির্দেশ দেন। একই সঙ্গে হাতিরঝিল এলাকায় উল্টো পথে ও নিয়ম না মেনে চলাচলকারী রিকশা ও অন্যান্য যানবাহনকে নিয়ম মেনে চলার নির্দেশ দেন তিনি। অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান রাজউক চেয়ারম্যান। এ সময় হাতিরঝিল এলাকায় অবস্থিত পার্কগুলোতে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের জন্য সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন তিনি।