রংপুরে এবার এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টি হয়েছে, যা প্রকৃতিকে সজীব রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিলে বৃষ্টি হয়েছে ১৯৯ দশমিক ৫ মিলিমিটার। গত বছরের এপ্রিলে বৃষ্টি হয়েছিল ৪৫ দশমিক ২ মিলিমিটার।
২০২৩ সালের এপ্রিলে বৃষ্টি হয়েছিল ১৭৯ মিলিমিটার। ওই মাসে গড়ে ১৫ দিন বৃষ্টি হয়েছিল।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, তিস্তাসহ অন্যান্য নদনদী ও জলাধার শুকিয়ে যাওয়ায় উষ্ণতা বেড়েছে।
এ ছাড়া অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়ন হওয়ায় আবহাওয়ায় বিরূপ প্রভাব পড়েছে। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, জলবায়ুর পরিবর্তনসহ নানা কারণে বৃষ্টিপাতের পরিমাণ কখনো কমছে কখনো বাড়ছে। আবহাওয়ার গতিপ্রকৃতি বোঝা যাচ্ছে না। জলবায়ু পরিবর্তন, জলাধারগুলো শুকিয়ে যাওয়া, দক্ষিণা বাতাসের সঙ্গে জলীয় বাষ্প না আসা, গাছপালা কমে যাওয়া, কালবৈশাখি ঝড় কম হওয়ায় প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন হচ্ছে। কখনো স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হচ্ছে। কখনো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টি হচ্ছে।