সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারসহ আট দফা দাবিতে অনশনরত চার শিক্ষার্থীর সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্র অধিকার পরিষদ। গতকাল সন্ধ্যায় দুই দিন ধরে অনশনরত শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আসেন এনসিপির সংগঠক (উত্তর) সারজিস আলম। পরে শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তিনি। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ভিসি চত্বর, হলপাড়া হয়ে মধুর ক্যান্টিনের দিকে পৌঁছায়। এ সময় জুলাইয়ের অঙ্গীকার পিএসসির সংস্কার, পিএসসির সংস্কার এ মুহূর্তে দরকার, দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
সারজিস আলম বলেন, আজকের চাকরিপ্রত্যাশীরাই আগামী দিনের বাংলাদেশের পথ নির্ধারণ করে। আর সেই চাকরি পরীক্ষাগুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো পিএসসি। সেই পিএসসির অধীনে সংগঠিত ৪৬তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এবং তা সিআইডি ও ইনভেস্টিগেটিভ জার্নালিস্টরা প্রমাণ করেছেন। প্রায় ১০০ পরীক্ষার্থী প্রশ্নফাঁসের মাধ্যমে প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন; কিন্তু এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে রিটেন পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ অযৌক্তিক। জরুরি ভিত্তিতে জড়িতদের বিচারের দাবি জানান তিনি।
তিনি বলেন, আজ পিএসসির সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত সহযোদ্ধারা হলো সেই সহযোদ্ধা যারা ২০২৪-এর কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। এত বড় একটা বিপ্লবের পরও কেন তাদের আবার পড়ার টেবিল ছেড়ে অনশন করতে হচ্ছে?