রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে সারা দেশে অভিযান চালিয়ে ১ হাজার ৬১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২১ জন।
গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন- আসাদুল্লাহ শিপলু (৪৫), শাকিল আহমেদ (৫৬), হাবিবুর রহমান হাবিব (৪৫), আসলাম চৌধুরী ইমন (২৪), মোবাশ্বের রহমান (৫৫), রুহুল আমীন (৫৪), কামাল হোসেন শেখ (৬২), বাবুল (৫৫), আজাদ হোসেন (৫২), রেজাউল করিম রানা ও শাহজালাল (৪৫)।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সারা দেশে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৬১৭ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২১ ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৫৯৬ জন। এ ছাড়া এ অভিযানে উদ্ধার করা হয় পিস্তল, গুলি ও পাইপগান।