সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে দেশবাসীর প্রতি অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এ সময় তিনি বলেন, পয়লা বৈশাখ বাঙালির মহা ঐক্যের দিন। গতকাল বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে গণমাধ্যমে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন। জি এম কাদের বলেন, পয়লা বৈশাখ অশুভকে পেছনে ফেলে নতুন উদ্যমে সামনে এগিয়ে চলতে অনুপ্রেরণা জোগায়। ব্যর্থতার সব গ্লানি মুছে দিতেই প্রতি বছর নতুন আঙ্গিকে ফিরে আসে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ বাঙালির মহা ঐক্যের দিন। এমন উৎসবমুখর দিন ধর্ম, বর্ণ, জাত বা গোত্রের সীমারেখা ভেঙে একসঙ্গে একই পথে চলতে আমাদের অনুপ্রেরণা জোগায়।
বাণীতে জাপা চেয়ারম্যান বলেন, মুঘল সম্রাট আকবরের আমলে কর বা রাজস্ব আদায়ের জন্য বাংলা সাল গণনা শুরু হয়। কিন্তু পয়লা বৈশাখ বাঙালির সংস্কৃতি লালন ও বিকাশের অসাধারণ অধ্যায় হয়ে উঠে আমাদের প্রিয় নেতা প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অনুপম উদোগে। ধর্ম, বর্ণ ও জাত বা গোত্রের ঊর্ধ্বে ওঠে সবাইকে পয়লা বৈশাখের উৎসবে শামিল করতে পয়লা বৈশাখ দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেন তিনি। এরপর থেকে বাংলাদেশে পয়লা বৈশাখ মানেই রঙিন উৎসবে বাঙালির প্রাণের সঞ্চার। এ মহালগ্নে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন তিনি। একই সঙ্গে বাংলা নববর্ষে সবার উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন জি এম কাদের।