মন্ত্রণালয়, বিভাগ এবং আওতাধীন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যাদের বিষয়ে জনমনে দুর্নীতিবাজ মর্মে ব্যাপক ধারণা রয়েছে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা দেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি এ বিষয়ে সব সচিব এবং সরকারি দপ্তরের মহাপরিচালক, নির্বাহী পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত চিঠি প্রকাশ করেছে ওয়েবসাইটেও।
জানা গেছে, ৮ জানুয়ারি জনপ্রশাসন বিষয়ক কমিটি গঠন করার পর ২০ ফেব্রুয়ারি এ কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশ দেওয়া হয়েছে।