চট্টগ্রামে পানির দাবিতে ওয়াসা ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা। গতকাল দুপুরে নগরের দামপাড়া এলাকায় চট্টগ্রাম ওয়াসার কার্যালয়ে এ ঘেরাও কর্মসূচি পালন করা হয়।
এ সময় গ্রাহকরা অভিযোগ করে বলেন, রমজান শুরুর পর থেকেই নগরের দেওয়ানহাট, হালিশহর, পাঠানটুলী এলাকায় পানি পাওয়া যাচ্ছে না। এতে দৈনন্দিন কাজ ছাড়াও মসজিদে অজুর পানিও পাওয়া যাচ্ছে না। আমরা ওয়াসায় অভিযোগ জানাতে এসেছি। এখানে কার গাফিলতি আছে তা খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা চাই এ সমস্যা দ্রুত সমাধান হোক। এর আগে ৮ মার্চ একটি প্রকল্পের উন্নয়ন কাজ চলাকালে কাটা পড়ে ওয়াসার ১১০০ এমএম ব্যাসের পানি সঞ্চালন লাইন। এতে নগরের অন্তত ১৮ এলাকায় ওয়াসার পানি সরবরাহে বিঘ্ন ঘটে।