চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে ধর্ষণ মামলার আসামি সুলতান মাহমুদ রিয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সুলতান মাহমুদ রিয়াদ কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার মুরালিয়া গ্রামের মোহাম্মদ আলমের ছেলে। গতকাল সকালে বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।