গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ছয় মাস হয়ে গেছে নির্বাচনের রোডম্যাপ নেই। দেশের মানুষ নির্বাচনের রোডম্যাপ চায়। ঐক্য ছিল ঐক্য আছে। ঐক্যে ফাটল ধরাতে অনেক চেষ্টা করছে, আপনারা সাবধানে থাকবেন। দেশের মানুষ ঠিক করবে সংবিধানের সংশোধন কে করবে। আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই। দুটি প্রক্রিয়া একসঙ্গে এগিয়ে নিতে হবে।
গতকাল বিকালে বাঞ্ছারামপুরের ভুরভুরিয়া হাফিজিয়া মাদরাসা মাঠে গণসংহতি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘পরিবর্তন সম্ভব পরিবর্তন চাই’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন মো. হান্নান উদ্দিন সরকার সোহাগ। বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মো. হাসানুজ্জামান টিপু, গণসংহতির সভাপতিমন্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, নারায়ণগঞ্জ গণসংহতির নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, বাঞ্ছারামপুর গণসংহতি সম্পাদক মো. শামীম শিবলী প্রমুখ। জোনায়েদ সাকি আরও বলেন, নির্বাচনের আগে কোন কোন সংস্কার হবে এবং নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যরা কোন কোন সংস্কার করবেন- তার সিদ্ধান্ত আগেই নিতে হবে। নয়তো নির্বাচনের পর তা আবার উল্টে যেতে পারে।
তিনি বলেন, মানুষ এখন নতুন বন্দোবস্ত চায়। আগামীর বাংলাদেশ হবে জনগণের, যেখানে ভোট ও ভাতের অধিকার থাকবে সর্বজনীন। মানুষ যে ধর্মেরই হোক না কেন সবার হিস্সা হবে সমান।