রাজশাহী নগরীর পদ্মাপাড়ে শুক্রবার সন্ধ্যায় মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় উদ্ধার লাশের পরিচয় মিলেছে। লাশটি নগরীর মির্জাপুর পূর্বপাড়া মহল্লার বাসিন্দা ব্যবসায়ী আবুল বাসার মিন্টুর (৩৫)। এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, কাশবনে ঘুরতে আসা কয়েকজন লাশটি দেখে পুলিশে খবর দেয়। ঘুরতে আসা অনেকে লাশের ছবিটি সোশ্যাল প্ল্যাটফরমগুলোতে শেয়ার করে। জানাজানির পর নিহতের পরিবার ঘটনাস্থলে এসে লাশটি শনাক্ত করে।
এদিকে মিন্টু হত্যার প্রতিবাদে গতকাল সকালে নগরীতে মানববন্ধন করেছেন ইলেকট্রিক ব্যবসায়ীরা।
মানববন্ধন থেকে তারা এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।