খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, রমজান মাসে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্রবিশেষে বিনামূল্যে বিতরণ করা হবে। এ কার্যক্রম সুশৃঙ্খলভাবে পালনে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে কার্য অধিবেশন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। খাদ্য উপদেষ্টা বলেন, আগামী মার্চ ও এপ্রিল এ দুই মাসে প্রায় ৭ লাখ টন খাদ্যশস্য বিতরণ করা হবে। এর মধ্যে দেড় লাখ টন করে দুই মাসে ৩ লাখ টন চাল খাদ্যবান্ধব কর্মসূচিতে বিতরণ করা হবে। ৫০ লাখ পরিবার প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল পাবে। টিসিবির মাধ্যমে আরও ৫০ লাখ টন করে দুই মাসে ১ লাখ টন চাল যাবে। ওএমএসের মাধ্যমে যাবে আরও ১ লাখ টন। তিনি বলেন, ঈদের সময় ১ কোটি পরিবার ১০ কেজি করে চাল পাবে একদম ফ্রি (বিনামূল্যে)। এমন আরও কিছু কার্যক্রম রয়েছে। এসব চাল বাজারে দাম নিয়ন্ত্রণে বড় সহায়তা করবে। এসব বিতরণ কার্যক্রম বিভিন্ন কর্তৃপক্ষ করবে। কিন্তু এ কার্যক্রমের প্রধান তদারকি করবেন ডিসিরা। এদিকে, শিগগিরই সারা দেশের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করা হবে বলেও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা। তিনি বলেন, ‘সনাতন পদ্ধতি থেকে যখন আমরা ডিজিটাল পদ্ধতিতে যাচ্ছি, এ ট্রানজিশন ক্ষেত্রবিশেষে একটু পেইনফুল (কঠিন) হয়। ক্রমান্বয়ে মানুষের অসুবিধাগুলো দূর হয়ে যাচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা চান, ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল পদ্ধতিতে আসুক।’ অপরদিকে, ভূমি ব্যবস্থাপনায় এখনো সাধারণ মানুষ প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছে। বিশেষ করে ই-নামজারির ক্ষেত্রে বেশি হচ্ছে।
এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ‘এখন ই-নামজারি করা যাচ্ছে। জানুয়ারি পর্যন্ত একটু সমস্যা থাকলেও ফেব্রুয়ারিতে এসে তা আর নেই। এখন সেটা করা যাচ্ছে। আমাদের কাছে প্রচুর লোক আবেদন করেছে। আমরা যখন শুরু করি তখন সমস্যা ছিল। আমরা যখন ডিজিটাল মাধ্যমে যাই, তখন সাড়ে ৪ লাখের মতো আবেদন পেন্ডিং ছিল। তা এখন কমে এসেছে। দিন দিন এটা আরও কমে যাবে। তখন মানুষের হয়রানিও কমে যাবে।’