অনলাইনে আয়কর রিটার্ন দাখিলসংক্রান্ত ব্যবস্থায় করদাতাদের ব্যাপক সাড়া পাওয়ায় বছরজুড়ে অনলাইনে রিটার্ন জমা নেওয়ার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এ তথ্য জানান। তিনি বলেন, এ বছর ১৪ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল এবং ১৮ লাখের বেশি করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
তিনি বলেন, আয়কর দিবস পরবর্তী সময়েও জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবাটি বছরব্যাপী চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। আয়কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিল করলে আয়কর আইন, ২০২৩ এর ৭৬ ধারা অনুযায়ী বিনিয়োগজনিত কর রেয়াত এবং কোনোরূপ কর অব্যাহতি পাবে না।
এ ছাড়া কর দিবসে যে পরিমাণ কর অপরিশোধিত থাকবে তার ওপর আয়কর আইন, ২০২৩ এর ১৭৪ ধারা অনুযায়ী মাসিক ২ শতাংশ হারে (সর্বোচ্চ ২৪ মাস) অতিরিক্ত কর আরোপ করা হবে।