পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাহাজভাঙা শিল্পে কঠোর পরিবেশ আইন প্রয়োগ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। জরুরি সংস্কার না হলে বাংলাদেশ বিপজ্জনক বর্জ্যরে ভাগাড়ে পরিণত হবে। এটা হতে দেওয়া যাবে না। গতকাল রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ ও বিপজ্জনক বর্জ্যব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় নিয়ন্ত্রক কাঠামো’ শীর্ষক কর্মশালায় এ কথা বলে তিনি। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ‘জাহাজভাঙা শিল্পে শ্রমিকরা মারাত্মক ঝুঁকির মুখে থাকেন। অথচ তাদের পর্যাপ্ত নিরাপত্তা নেই। জীবনের বিনিময়ে এ শিল্প চলতে পারে না। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী জোয়ার-ভাটা অঞ্চলে জাহাজ ভাঙার কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং এ সিদ্ধান্তকে জাতীয় নীতিতে অন্তর্ভুক্ত করতে হবে। যদি এ শিল্প আন্তর্জাতিক মানদণ্ড মেনে না চলে তাহলে এটি টিকিয়ে রাখার যুক্তি নেই। উপদেষ্টা আরও বলেন, নদী দখলদারদের পূর্ণাঙ্গ তালিকা সরকারের কাছে রয়েছে। নদীর প্লাস্টিক দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রচলিত ড্রেজার দিয়ে নদীর তলদেশ থেকে প্লাস্টিকবর্জ্য সরানো সম্ভব নয়, এ জন্য বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন। তাই পানি সম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কর্মপরিষদ গঠনের আহ্বান জানান তিনি।