মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কবি সোহেল হাসান গালিবের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে শুক্রবার এ আদেশ দেন। গতকাল আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর স্বপন কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে কবি সোহেল হাসান গালিবের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন লেখক-সাহিত্যিক- কবিসহ ১০৫ বিশিষ্ট ব্যক্তি। আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার সোহেল হাসান গালিবকে আদালতে হাজির করেন ঢাকা মহানগর পুলিশের (ডিবি) কোতোয়ালি জোনাল টিমের উপপরিদর্শক হুমায়ন কবীর।
তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। কবি সোহেল হাসান গালিবের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে সোহেল হাসান গালিবকে কারাগারে পাঠিয়ে আগামী সাত দিনের মধ্যে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
ডিবি পুলিশের আবেদনে বলা হয়েছে, আসামি সোহেল হাসান গালিব নামের ফেসবুক অ্যাকাউন্টে ‘তৌহিদি জনতা’ শিরোনামে একটি কবিতা পোস্ট করেন। এতে নবী (সা.)-কে নিয়ে বিতর্কিত কথা রয়েছে।