ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশন ‘ন্যাশনাল ডিজিটাল ট্রান্সফরমেশন স্ট্র্যাটেজি এবং আইসিটি রিফর্ম রোডম্যাপ’-এর খসড়া প্রকাশ করেছে। খসড়াটি সম্পাদনা করেছেন আইসিটি ও টেলিকম বিভাগের নীতি উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব।
গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উপদেষ্টা নাহিদ ইসলাম দেশ ও বিদেশে বসবাসরত বাংলাদেশি বিশেষজ্ঞদের কাছে এ খসড়ার ওপর মতামত আহ্বান করেছেন। খসড়াটির ওপর বিশেষজ্ঞমত নিয়ে এটিকে আরও সমৃদ্ধ করা হবে।
খসড়ায় জাইকা প্রদত্ত আইসিটি রোডম্যাপ বাস্তবায়ন কৌশল ও ইউনেস্কোর কৃত্রিম বুদ্ধিমত্তা রেডিনেস অ্যাসেসমেন্ট মেথডোলজি (এআই আরএএম) সামারি আমলে নেওয়া হয়েছে। পাশাপাশি ডিজিটাল অর্থনীতির জন্য গঠিত টাস্কফোর্স প্রদত্ত ১০টি প্রস্তাবও এখানে গৃহীত হবে।
সংশ্লিষ্টরা জানান, ১৭১ পৃষ্ঠার এ খসড়াটিতে ২০২৫ থেকে ২০৩০ সাল মেয়াদে যে পদক্ষেপগুলোর কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে আন্তক্রিয়াশীল ডিজিটাল অবকাঠামো প্রতিষ্ঠা, সাইবার সুরক্ষা ও ডেটার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, আইসিটি বিভাগের সেবা পদ্ধতি পুনর্গঠন, নাগরিক ও ব্যবসায় পর্যায়ে ডিজিটাল সেবার বিস্তার, ডিজিটাল অর্থনীতি চাঙা করতে উদ্ভাবনী ইকো সিস্টেম গড়ে তোলার কথা রয়েছে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে ৭০-৮০ লাখ আইটি দক্ষ পেশাদার কর্মী গড়ে তোলা, প্রশিক্ষণের মাধ্যমে ৫০ হাজার সাইবার সুরক্ষা এক্সপার্ট তৈরি, পোশাকশিল্পে এআই ও চতুর্থ শিল্পবিপ্লবের ধাক্কা সামাল দিতে দক্ষতা উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।