মাতৃভাষা বাংলাকে যুক্তরাষ্ট্রের মাটিতে সংরক্ষণ, প্রসার, পৃষ্ঠপোষকতা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজন প্রবাসী বাংলাদেশিকে ‘একুশে পদক ইউএসএ-২০২৫’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। পদকপ্রাপ্তরা হলেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার, মেয়র মাইকেল এম ভার্গাস, সমাজসেবক ডা. মোহাম্মদ সিরাজুল্লাহ, সমাজসেবক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, কণ্ঠশিল্পী গীতিকার ও সুরকার ডা. নাসির আহমেদ অপু, সমাজকর্মী মমিনুল হক বাচ্চু ও মূকাভিনেতা লেখক ও সাংবাদিক কাজী মশহুরুল হুদা। ৮ ফেব্রুয়ারি লস এঞ্জেলেস শহরে অবস্থিত সাইন্টোলজি মিলনায়তনে এক জমকালো আয়োজনে তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
বাংলাদেশিদের সংগঠন ‘ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন (আইএমএলডিসি)’ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার।