রাষ্ট্রায়ত্ত আমিন জুট মিলস পুনরায় চালু করা হলে সেখানে পলিথিনের বিকল্প হিসেবে ব্যাগ তৈরি সম্ভব হবে বলে উল্লেখ করেছেন চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, পাটজাত ব্যাগ পরিবেশবান্ধব ও অপচনশীল পলিথিনের ব্যবহার কমাতে সহায়ক হবে। আমিন জুট মিলস লিমিটেড চট্টগ্রাম জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। এটি রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পাটকল করপোরেশনের অধীনে ২৬টি মিলের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের ১০টি প্রতিষ্ঠানের অন্যতম প্রধান পাটকল। শুক্রবার নগরীর ষোলশহরের আমিন জুট মিলসের বন্ধ কারখানা পরিদর্শনকালে সিটি মেয়র এ আশাবাদ ব্যক্ত করেন।