দীর্ঘ ২৩ মাস পর সেনা সহায়তায় বান্দরবানের থানচি উপজেলার বাকলাই পাড়ার গ্রামছাড়া ২৮ পরিবারের মধ্যে ১৫টির ৮১ জন সদস্য ১৪ ফেব্রুয়ারি বাড়ি ফিরে এসেছেন। যৌথ অভিযানে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এলাকাবাসী নিজ পাড়ায় ফেরত আসতে শুরু করেছেন। আইএসপিআর জানায়, বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (বম পার্টি) নামক সন্ত্রাসী গোষ্ঠীর সশস্ত্র তৎপরতায় ২০২২ সালের মাঝামাঝি থেকে নিরাপত্তাহীনতায় গ্রাম ছাড়তে বাধ্য হন অধিকাংশ অধিবাসী। এদিকে ফিরে আসা পরিবারগুলোর জন্য সেনাবাহিনী মধ্যাহ্নভোজের আয়োজনসহ প্রয়োজনীয় রেশন সহায়তা দিয়েছে। পাড়ার বাসিন্দাদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।