ক্রেতা-দর্শনার্থীর ভিড়ে জমজমাট রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার। গতকাল মেলার তৃতীয় দিনে বিপুল দর্শনার্থীর সমাগম ঘটে। ক্রেতারা পছন্দমতো ফ্ল্যাট ও প্লটের বুকিং দিচ্ছেন। মেলা উপলক্ষে ফ্ল্যাট ও প্লট বুকিংয়ে কোম্পানিগুলোর পক্ষ থেকে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। বিক্রেতারা জানান, মাঝারি সাইজের ফ্ল্যাটের চাহিদা সবচেয়ে বেশি। বন্দরনগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে চার দিনের এ মেলার শেষ দিন আজ। এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে। প্রবেশ টিকিটের রাফেল ড্রতে থাকছে আকর্ষণীয় পুরস্কার।
রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান বলেন, মেলার মাধ্যমে আবাসন খাতের অচলাবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করছে বিভিন্ন প্রতিষ্ঠান। তিনি জানান, মেলায় অধিকাংশ ক্রেতা মাঝারি সাইজের ফ্ল্যাটের খোঁজ নিচ্ছেন। রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার বলেন, আবাসন খাত নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। বৈষম্যমূলক ড্যাপ সংশোধন হলে মেলার মাধ্যমে আবাসন খাত ঘুরে দাঁড়াবে।