চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে জেলগেটে তিন দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন। এর আগে গতকাল রাজধানী থেকে সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গতকাল বিকাল ৩টার দিকে তাকে আদালতে নেওয়া হয়। তাকে চান্দগাঁও থানা এলাকায় শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় তরুকে গুলি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ২৩ জুলাই মারা যান। প্রসঙ্গত, সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গত বছরের ২৩ আগস্ট ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) থেকে চট্টগ্রাম নগর পুলিশের ৩২তম কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে ২১ আগস্ট রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়।