রাজধানীর ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে শিল্পী নাজমুন নাহার রহমানের পাঁচ দিনব্যাপী একক চিত্রপ্রদর্শনী গতকাল উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারাক আলভী, শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। প্রদর্শনীতে নাজমুন নাহারের ২৮টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী উপলক্ষে এক আলোচনায় অতিথিরা বলেন, শিল্পী তার শিল্পকর্মে নানাভাবে রং ব্যবহার করে নতুন কিছু সৃষ্টির চেষ্টা করেছেন। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।