ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে আলেম সমাজের ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থান দেশের ইতিহাসের কিংবদন্তিতুল্য আখ্যান। দেড় হাজারের বেশি নিহত, ৩০ হাজারের বেশি আহত ছাত্র- জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশে সৃজিত হয়েছে নতুন ইতিহাস। যুগান্তকারী এই ইতিহাস বিনির্মাণে জাতি-ধর্ম-শ্রেণি-পেশা-নির্বিশেষে সর্বস্তরের মানুষের সঙ্গে আলেম ওলামা এবং মাদরাসা শিক্ষার্থীরাও অংশ নিয়েছে। গতকাল চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদীঘি ময়দানে ইসলা?মী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও মুহাম্মদ মাহাবুবুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহাম্মদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আল মো. ইকবালের সঞ্চালনায় সম্মেলন শেষে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগাম মহানগরের ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর শাখার সিনিয়র সহসভাপতি ড. বেলাল নূর আজিজী, সহসভাপতি মাওলানা বোরহান উদ্দিন আল বারী, সহসভাপতি মাওলানা ওয়ায়েজ হোসেন ভুঁইয়া, জয়েন্ট সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট পারভেজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলিল, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহামাদুল হাসান চৌধুরী প্রমুখ।