অন্তর্র্বর্তী সরকারের কাছে ইতোমধ্যে যে কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দিয়েছে সেসব কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের ব্যাপারে কমিশনপ্রধানদের এক বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবেদনগুলো ৮ ফেব্রুয়ারি, শনিবার প্রকাশ করা হবে। বৈঠকে প্রতিবেদনগুলোয় উল্লিখিত আশু পদক্ষেপগুলো বাস্তবায়নের ব্যাপারে সরকারের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংবিধান সংস্কার কমিশনের কমিশনপ্রধান অধ্যাপক আলী রীয়াজ, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের কমিশনপ্রধান ড. বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের কমিশনপ্রধান সফর রাজ হোসেন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের কমিশনপ্রধান ড. ইফতেখারুজ্জামান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের কমিশনপ্রধান আবদুল মুয়ীদ চৌধুরী অংশ নেন।