রাজধানীর পল্লবীতে সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে সেনাসদস্য পরিচয়ে ১৫ লাখ টাকার চুক্তিতে অবৈধভাবে ফ্ল্যাট দখলের চেষ্টা করা হয়। এ ঘটনায় ১৩ জন পেশাদার প্রতারককে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়াকিটকি, বিমান বাহিনীর লোগো সংবলিত একটি ক্যাপ, সেনাবাহিনীর চারটি ভুয়া আইডি কার্ড ও প্রতারণার কাজে ব্যবহৃত ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গতকাল ভোরে পল্লবী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পল্লবী থানা সূত্রে জানা যায়, ৫ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে গ্রেপ্তার ব্যক্তিরা তাদের কয়েকজন সহযোগীসহ নুরুন্নাহার লাকীর পক্ষ হয়ে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-এ, রোড-৭ এর ৪৪ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাট দখল করতে গেলে স্থানীয় জনগণের বাধার সম্মুখীন হন।
এরপর রাত ১০টা ৫০ মিনিটে সামসুল ইসলাম শাওন, সাইমন ইসলাম ওরফে ইমন, সাইফুল ইসলাম ও নূর মোহাম্মদ শামীম পল্লবী থানার ওসির রুমে গিয়ে নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে ওই ফ্ল্যাটটি দখলে পুলিশি সহায়তা চান। তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের দেহ তল্লাশি করা হয়। এরপর ভুয়া প্রমাণিত হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত দেড়টার দিকে সাগুফতা রোড ও কিংস্টন গলিতে অভিযান চালিয়ে অন্যদের গ্রেপ্তার করা হয়। এ সময় আরও ৭-৮ জন পালিয়ে যান।