রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেছেন, ব্যাংকিং খাতের উন্নয়নে খেলাপি ঋণ আদায়ের বিকল্প নেই। খেলাপি ঋণ আদায়ে তিনি শাখা ব্যবস্থাপকদের কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি গতকাল চট্টগ্রামের রূপালী ব্যাংক পিএলসি বিভাগীয় কার্যালয়ে ব্যবসায়িক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন।
কাজী মো. ওয়াহিদুল ইসলাম রূপালী ব্যাংক পিএলসির আধুনিক ব্যাংকিং সুবিধা যেমন- রূপালী ই-ব্যাংক অ্যাপস ও ফ্রি অনলাইন ব্যাংকিং সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
মহাব্যবস্থাপক এসএম দিদারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর।