ইন্টেরিয়র উপকরণ ও টেকনোলজি, ফার্নিচার সরঞ্জাম ও মেশিনারিজ নিয়ে ৯টি দেশের ৩০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ইন্টেরিয়র ও ফার্নিচার টেকনোলজির দুটি প্রদর্শনী। আইসিসিবির তিন নম্বর হল রাজদর্শনে গতকাল এই প্রদর্শনী শুরু হয়।
উদ্বোধন করেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি প্রফেসর ড. আবু সাঈদ এম আহমেদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি ড. এম মাসুদ উর রশিদ, উড টেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নইমুল হোসেন খান, এফ টাচ ইভেন্টস লিমিটেডের পরিচালক শেখ ফিরোজ আহমেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ড. আবু সাঈদ এম আহমেদ বলেন, প্রযুক্তি ছাড়া আমরা বিশ্বের দরবারে যেতে পারব না। গার্মেন্টের পরে ফার্নিচার একটি বড় সম্ভাবনাময় খাত। এখানে এক ছাতার নিচে সব প্রতিষ্ঠান অংশগ্রহণ করাতে প্রযুক্তির প্রসার হচ্ছে। তিনি বলেন, দেশ উন্নত হলে মানুষের চাহিদা ও ক্রয়ক্ষমতা বাড়ে। বাংলাদেশে এখন ৪০ শতাংশ লোক শহরে বসবাস করে। তাদের বড় একটা অংশের ফার্নিচার এবং ইন্টেরিয়রের চাহিদা রয়েছে। দিনদিন এই চাহিদা আরও বাড়ছে। এই প্রদর্শনীর আয়োজন করেছে এফ টাচ ইভেন্টস। অপরদিকে ফার্নিচার সরঞ্জাম, পাওয়ার টুলস, ফার্নিচার মেশিনারিজ ও টেকনোলজি নিয়ে ফার্নিটেক এক্সপো ২০২৫ আয়োজন করা হয়েছে।
এই দুটি প্রদর্শনীর পৃষ্ঠপোষকতা করছে উড টেক সলিউশন (ডব্লিউটিএস) এবং মেটাল টেক সলিউশন (এমটিএস)। প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড় ও বিভিন্ন অফার।
আয়োজকরা জানান, ৩০টিরও বেশি প্রতিষ্ঠান অন্তত ৫০টি দেশি-বিদেশি ব্র্যান্ডের কিচেন সলিউশন, আধুনিক গৃহসজ্জা পণ্য, ফার্নিচার, সিরামিক, ফিটিংস, লাইটিং প্রযুক্তি একই ছাদের নিচে মিলছে। এ ছাড়া প্রদর্শনীতে মিলছে ফার্নিচার তৈরির বিভিন্ন সরঞ্জাম, টুলস ও মেশিনারিজ।