জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে জাবি উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান এ ঘোষণা দেন। উপাচার্য বলেন, ওইদিন রাতে জাবি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির জরুরি সভায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য একটি কমিটি করা হয়েছে।’ এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কয়েকজন শিক্ষার্থী পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশনে বসেন। সে সময় তাঁদের উপাচার্য পোষ্য ভর্তিতে যৌক্তিক সংস্কার করা হবে বলে জানালে তাঁরা অনশন প্রত্যাহার করেন। পরে বিষয়টি সমাজমাধ্যমে ছড়িয়ে গেলে সাধারণ শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়েন অনশনকারীরা। একপর্যায়ে মঙ্গলবার দুপুর থেকে পোষ্য কোটা পুরোপুরি বাতিলের দাবিতে ক্যাম্পাসে দিনভর বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ভর্তি পরিচালনা কমিটির জরুরি সভা ডেকে পোষ্য ভর্তি পদ্ধতি বাতিলের ঘোষণা দেন।