বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গত ১৫ বছর ফ্যাসিবাদী সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি, অরাজকতা ও কুশিক্ষা দিয়েছে। তরুণ সমাজকে বিপথে ঠেলে দেওয়া হয়েছে। শুধু শিখিয়েছে দুর্নীতি আর হাজার হাজার কোটি টাকা কীভাবে পাচার করা যায়। ছাত্রলীগ প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। তিনি গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নগরকান্দা পৌর সদরের শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দিতে গিয়ে এসব কথা বলেন। তিনি বলেন, বিগত আন্দোলনে হাজার হাজার মানুষ রক্ত দিয়েছেন। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, মেয়েরাই হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশের ভবিষ্যৎ।
তিনি নারী শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে বলেন, মেয়েদের সামনের দিকে এগিয়ে যেতে হলে পরিবারের সহযোগিতা লাগবে। শিক্ষিত মা ও বাবাই পারেন নারীকে সামনে এগিয়ে দিতে। নারীর সামনে এগিয়ে যেতে হলে প্রগতিশীল বাবা বা ভাই বা স্বামীর সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, পাঠ্যবইয়ের শিক্ষার বাইরেও বিশাল শিক্ষার জগৎ রয়েছে। সে জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ শিক্ষাপ্রতিষ্ঠান অতীতের মতো ভবিষ্যতেও ভূমিকা রাখবে বলে মনে করি। মেয়েদের দৃঢ়তার সঙ্গে সমস্যা মোকাবিলা করতে হবে। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে দল-মতের ঊর্ধ্বে ওঠে শিক্ষাকেই প্রাধান্য দিতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল প্রমুখ।