রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইন্টেরিয়র ও ফার্নিচার টেকনোলজি প্রদর্শনী। ইন্টেরিয়র উপকরণ ও টেকনোলজি, ফার্নিচার সরঞ্জাম ও মেশিনারিজ নিয়ে ৯ দেশের ৩০ প্রতিষ্ঠানের ৮০ স্টল থাকছে। প্রদর্শনী বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত আইসিসিবির ৩ নম্বর (রাজদর্শন) হলে অনুষ্ঠিত হবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আয়োজক প্রতিষ্ঠান এফ টাচ ইভেন্টস লিমিটেড জানায়, কিচেন সলিউশন, ইন্টেরিয়র, সিরামিক, লাইটিং, ফার্নিচার, হোম অটোমেশন ও অন্যান্য লাইফ স্টাইল পণ্য নিয়ে ইনটেক এক্সপো আয়োজন করা হচ্ছে। অন্যদিকে উডটেক সলিউশন এবং মেটালটেক সলিউশনের পৃষ্ঠপোষকতায় ফার্নিচার সরঞ্জাম, পাওয়ার টুলস, ফার্নিচার মেশিনারিজ ও টেকনোলজি নিয়ে ফার্নিটেক এক্সপো আয়োজন করা হচ্ছে।
আয়োজকরা জানান, প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি অধ্যাপক ড. আবু সাঈদ এম আহমেদ। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি ড. এম মাসুদ উর রশিদ এবং বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন চেয়ারম্যান সেলিম এইচ রহমান।