মানিকগঞ্জে আফরোজা বেগম জেনারেল হাসপাতালে নতুন আরও চারটি ইউনিট চালু করেছে বসুন্ধরা ফাউন্ডেশন। নতুন চার ইউনিট হলো সিসিইউ, ক্যান্সার চিকিৎসা ও কেমোথেরাপি, ফিজিওথেরাপি ও ডোপ টেস্ট। গতকাল বিকালে বসুন্ধরা ফাউন্ডেশনের অর্থায়নে আফরোজা বেগম জেনারেল হাসপাতালে এ চারটি ইউনিটের উদ্বোধন করেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মোকসেদুল মোমিন ও বসুন্ধরা ফাউন্ডেশনের সিইও এম. নাসিমুল হাই (এফসিএস)।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জের সিভিল সার্জন বলেন, ‘আমি এর আগেও এ হাসপাতালটি পরিদর্শন করেছি, পরিবেশ ও স্বাস্থ্যসেবার মান আমার কাছে ভালো লেগেছে। আজ নতুন করে চারটি ইউনিটের উদ্বোধন হলো। তবে
এর মধ্যে ক্যান্সার চিকিৎসা ও কেমোথেরাপির ইউনিট জেলায় প্রথম, যার কারণে আমার আশা জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখান থেকে সঠিক চিকিৎসাসেবা পাবে।’ বসুন্ধরা ফাউন্ডেশনের সিইও এম. নাসিমুল হাই (এফসিএস) বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্যই মানিকগঞ্জে আফরোজা বেগম জেনারেল হাসপাতালের উদ্যোগ নেয় বসুন্ধরা ফাউন্ডেশন। এ ফাউন্ডেশন দেশের বিভিন্ন স্থানে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে নতুন আরও চারটি ইউনিটের উদ্বোধন করা হলো।’ এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রেনিং অ্যান্ড অপারেশন আশিকুর রহমান, মেডিকেল এবং ইউনিট হেড ড. সিরাজুল ইসলাম, অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার কাজী তাওহীদ, ডা. রহমতুল্লাহ, ডা. আশরাফুল হোসেন, মানিকগঞ্জ বসুন্ধরা এলপি ডিপোর ডেপুটি ম্যানেজার টেংকু মোহাম্মদ সেলিমসহ আফরোজা বেগম জেনারেল হাসপাতালের কর্মকর্তা ও স্থানীয় লোকজন।