ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সংযোগ এবং অর্থনৈতিক সম্পৃক্ততা দুই দেশের মানুষ এবং ব্যবসাপ্রতিষ্ঠানকে আরও ঘনিষ্ঠ করে তুলবে ভারত টেক্স ২০২৫। গতকাল বাংলাদেশের পোশাক খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। প্রণয় ভার্মা বলেন, আশা করি ভারত টেক্স ২০২৫-এ বাংলাদেশের একটি বৃহৎ প্রতিনিধিদলের অংশগ্রহণ থাকবে। সেখানে বস্ত্র খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সম্পর্ক স্থাপনের জন্য নতুন সুযোগ তৈরি করবে। ১৪ থেকে ১৭ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে হবে এ প্রদর্শনী।