যশোরের ঝিকরগাছায় এক নারীর (৪৫) মাথার চুল কেটে মুখে কালি মাখিয়ে নির্যাতনের অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন- ঝিকরগাছার বেনেয়ালি কলাবাগান এলাকার শিমুল হোসেন, পদ্মপুকুর গ্রামের শারমিন আক্তার রুমি, বেনেয়ালি গ্রামের রনি বেগম ও পদ্মপুকুর গ্রামের রহিমা।
ঝিকরগাছা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, ভিকটিম (ফজিলা চম্পা, ৪৫) তার সাবেক পুত্রবধূর সঙ্গে দেখা করতে তার নতুন স্বামীর বাড়িতে গিয়েছিলেন। এ সময় ওই বাড়ির লোকজন তাকে আটকে মাথার চুল কেটে দেয় ও মারধর করে। এ ব্যাপারে ছয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা হলে পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে সোমবার আদালতে সোপর্দ করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।