বরিশাল সদর উপজেলায় নিখোঁজ তিন সন্তানের জননী গৃহবধূর লাশ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার চরকাউয়ায় খাল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয় বলে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন। ওই গৃহবধূ হলেন হাসিনা বেগম (৪০)। তিনি চরকাউয়া গ্রামের ওমর আলীর স্ত্রী।
বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম পরিবারের বরাতে বলেন, গৃহবধূ হাসিনা বেগম রবিবার বিকালে বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ ছিল না। সকালে চরকাউয়া গ্রামের খালের খন্দকার বাড়ির পাশে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে তারা গিয়ে গলায় ওড়না প্যাঁচানো নারীর লাশ উদ্ধার করেন। এ সময় হাসিনার স্বজনরা এসে লাশ শনাক্ত করেন।
ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা তদন্তে জানা যাবে।