রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ও রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। রাকসু আন্দোলন মঞ্চের সদস্যসচিব আমান উল্লাহ খান গণমাধ্যমকে বলেন, রাকসু নির্বাচন নিয়ে উপাচার্যের সঙ্গে অনেক আলোচনা হয়েছে। তিনি ৬ মাসের মধ্যে এ নির্বাচন দেওয়ার কথা জানান। সেই ঘোষণা অনুসারে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা। তাই অবিলম্বে রাকসু নির্বাচনের তফসিল ও রোডম্যাপ ঘোষণার দাবি জানাই। তিনি আরও বলেন, হলে শিক্ষার্থী নির্যাতন ও সিট দখলের যে নজির তৈরি করেছিল, সে সংস্কৃতিতে আমরা আর ফেরত যেতে চাই না। রাকসু নির্বাচন কার্যকর হলে ছাত্র প্রতিনিধিরা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারবেন। শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত হবে। কোনো অশুভ শক্তি শিক্ষার্থীদের জুলুম-নিপীড়ন করতে চাইলে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা ঢাল হিসেবে দাঁড়াতে সক্ষম হবে বলেও জানান তিনি। ১৯৯০ সালের দিকে সর্বশেষ রাকসু নির্বাচন হয়। ৩৫ বছর নির্বাচন না হলেও শিক্ষার্থীদের নিয়মিত রাকসু ফি দিতে হয়। এ নিয়ে বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।