চাঁপাইনবাবগঞ্জে পুত্রবধূকে পরপুরুষের সঙ্গে একান্তে দেখে ফেলেন শাশুড়ি। বিষয়টি টের পেয়ে শাশুড়ির ভয়ে পরকীয়া প্রেমিকসহ এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশ ঝুলন্ত দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার খয়রাবাদ মহল্লায়। মৃতরা হলেন রহনপুর পৌর এলাকার খয়রাবাদ গ্রামের মালয়েশিয়া প্রবাসী সান মোহাম্মদ সনুর স্ত্রী টুসি বেগম ও শিবগঞ্জ উপজেলার আরগাড়াহাট এলাকার আবদুর রাকিব।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে প্রবাসী শান মোহাম্মদ সনুর বাড়িতে আসেন তার স্ত্রী টুসি বেগমের পরকীয়া প্রেমিক আবদুর রাকিব। একপর্যায়ে শাশুড়ি তার ছেলের স্ত্রী টুসি ও রাকিবকে এক ঘরে আপত্তিকর অবস্থায় দেখে ফেললে টুসি ঘরের দরজা লাগিয়ে প্রেমিকসহ বসতঘরের তীরের সঙ্গে উভয়ে একসঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে আশপাশের লোকজন তাদের দুজনকে ফাঁসি দিয়ে ঝুলে থাকতে দেখে। এলাকাবাসী খবর দিলে গোমস্তাপুর থানা পুলিশ ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাদের দুজনের লাশ উদ্ধার করে। গোমস্তাপুর থানার ওসি মো. খাইরুল বাসার বলেন, আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।