রাজধানীর মানিকনগরের একটি বাসা থেকে নাঈম (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় অটোরিকশাচালক। গতকাল দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, ২৭ জানুয়ারি নাঈমের অটোরিকশাটি চুরি হয়ে যায়। অটোরিকশা হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন বলে স্বজনরা জানিয়েছেন। মুগদা থানার এসআই রানা বড়ুয়া বলেন, বৃহস্পতিবার রাতে ফ্যানের সঙ্গে গলায় ফিতা প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নাঈমের বাসা ৬৯ নম্বর পূর্ব মানিকনগর বালুর মাঠ গলিতে। তার বাবা মৃত দিলা মিয়া।