দেশের বর্তমান পরিস্থিতি, নির্বাচন, পরবর্তী আন্দোলন ও রাজনৈতিক কৌশল ঠিক করতে যুগপৎ আন্দোলনের সঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম ও ১২-দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গত সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক হয়। এর আগে ১২-দলীয় জোটের নেতাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন বিএনপি নেতারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মুহিউদ্দিন ইকরাম, নির্বাহী সহসভাপতি মাওলানা আবদুর রহিম ইসলামাবাদী প্রমুখ।
১২-দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ১২-দলীয় জোট নেতাদের মধ্যে মোস্তফা জামাল হায়দার, শাহাদাত হোসেন সেলিম, নুরুল আমিন বেপারী, ফারুক রহমান, সৈয়দ এহসানুল হুদা, রাশেদ প্রধান, শামসুদ্দিন পারভেজ, আবদুল করিম ও আবুল কাশেম উপস্থিত ছিলেন।