খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দীর্ঘ ১৬ বছরের জুলুম-নির্যাতনের পর হাজারো প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা টিকিয়ে রাখতে হবে। এ অর্জনকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে দেওয়া যাবে না। ফ্যাসিবাদের পুনর্বাসন রুখতে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
গতকাল মহানগরী মজলিস মিলনায়তনে খেলাফত মজলিস ঢাকা দক্ষিণের মজলিসে শুরার সাধারণ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শুরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২০২৬ সেশনের জন্য খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি নির্বাচিত হন অধ্যাপক মাওলানা আজিজুল হক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ আবুল হোসেন। অধিবেশনে উপস্থিত ছিলেন মাওলানা আহমদ আলী কাসেমী, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, শায়খুল হাদিস মাওলানা আবদুস সামাদ।