বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করায় কেরানীগঞ্জ বিসিকের সুনন ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতিমা লিজা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি ড্রাগন ব্র্যান্ডের মশার কয়েলের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ করে অনুমোদিত ব্রান্ডের পাশাপাশি ড্রাগন গুইলাইনসহ বেশকিছু ব্র্যান্ডের মশার কয়েল উৎপাদন করছে। ব্রান্ডগুলোয় বিএসটিআই ও খামারবাড়ি অনুমোদিত কেমিক্যাল বাদ দিয়ে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করা হচ্ছিল। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার মো. আশিকুজ্জামান এবং মো. তারেক রহমান দায়িত্ব পালন করেন।