ব্যক্তি করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় আবারও বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে। গতকাল নতুন সময় বৃদ্ধি করে এনবিআর এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। গত বছরের ২৪ ডিসেম্বর রিটার্ন জমার সময়সীমা চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত করে সরকার। এ ছাড়া গত বছরের ১৭ নভেম্বর এই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। এনবিআরের জারি করা আদেশে বলা হয়, আয়কর আইন ২০২৩-এর ধারা ৩৩৪ এর দফা (খ) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে সরকারের পূর্বানুমোদনক্রমে কোম্পানি ছাড়া সব করদাতার ২০২৪-২৫ করবর্ষের জন্য নির্ধারিত করদিবস ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের পরিবর্তে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ নির্ধারণ করা হলো।
ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্নের পাশাপাশি কোম্পানি রিটার্ন জমার সময়ও বাড়িয়ে ১৬ মার্চ করেছে এনবিআর। এ-সংক্রান্ত পৃথক আদেশে বলা হয়, ‘আয়কর আইন ২০২৩-এর ধারা ৩৩৪ এর দফা (খ) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন ২০২৩ এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতাদের ২০২৪-২৫ করবর্ষের জন্য পূর্বে নির্ধারিত করদিবস ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের পরিবর্তে ১৬ মার্চ ২০২৫ তারিখ নির্ধারণ করা হলো। বর্তমানে ১ কোটির বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাদের মধ্যে প্রতিবছর ৪০ লাখের বেশি টিআইএনধারী রিটার্ন দেন। চলতি বছর সরকারি কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত প্রায় ১২ লাখ অনলাইন রিটার্ন জমা পড়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান।